ঢাকা, শনিবার, ১১ মে, ২০২৪

২য় দিনের লক্ষ্যটা জানালেন রাহী

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে বসে ছিলেন ড্রেসিংরুমে। চট্টগ্রামে একাদশে একমাত্র পেসার হিসেবে খেলেছেন মোস্তাফিজুর রহমান। এবার ঢাকা টেস্টে সুযোগ পেয়েছেন দেশের প্রধান টেস্ট বোলার আবু জায়েদ রাহী। সুযোগ পেয়েই গুরুত্বপূর্ণ সময়ে দুই উইকেট তুলে নিয়ে ক্যারিবিয়ানদের রানের চাকার গতি কমান। দিন শেষে দ্বিতীয় দিনের দলগত লক্ষ্য জানালেন তিনি।


বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলায় শুরু হওয়া এই টেস্টের প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৫ উইকেটে ২২৩। বাংলাদেশের প্রয়োজন আরও পাঁচ উইকেট। তিনশর মধ্যে বাকি পাঁচ উইকেট নিয়ে ওয়েস্ট ইন্ডিজকে গুটিয়ে দিতে চায় স্বাগতিকরা, এমনটাই জানালেন রাহী।


দুই দলই সমানে সমান খেলেছে প্রথম দিন, তাতে দলীয় পারফরম্যান্সে সন্তুষ্ট রাহী, ‘প্রথমদিনের পারফরম্যান্সে আমি সন্তুষ্ট। আপনি যদি স্কোরবোর্ড দেখেন, (ওয়েস্ট ইন্ডিজ) ৯০ ওভারে ২২৩ করেছে এই উইকেটে, আমার কাছে মনে হয় যে এখন দুই দলেরই সুযোগ ফিফটি ফিফটি। অবশ্যই আমাদের টেস্ট জেতা প্রয়োজন। তো আমার কাছে মনে হয় যে ২৭০ থেকে ৩০০ এর মধ্যে তাদের অলআউট করা উচিত।’


দীর্ঘদিন পর মাঠে ফিরেও স্বাচ্ছন্দ্যে বোলিং করার রহস্য জানালেন এই পেসার, ‘ফেরাটা একটু কঠিন ছিল। কিন্তু কোভিডের সময় ফিটনেস নিয়ে অনেক কাজ করছি, যখন আমরা লকডাউনের মধ্যে ছিলাম তখনও। তো আমার মনে হয় যে ফিটনেস নিয়ে কাজ করাটা আমাকে সহায়তা করেছে।’


প্রথম দিন পাঁচ স্পেলে ১৮ ওভার বোলিং করেছেন রাহী, যদিও তার ধারণা ছিল ১৫ ওভারের মতো তা হবে। তবে পেশাদার ক্রিকেটে এমন চ্যালেঞ্জ নেওয়া উচিত মনে করেন তিনি। নিয়ন্ত্রিত বোলিং দিয়ে বেশ ভালোই পারফর্ম করেছেন। ২.৫৬ গড়ে দিয়েছেন ৪৬ রান, সঙ্গে দুই উইকেট। নিজের বোলিং নিয়ে রাহী বলেছেন, ‘আমার পেসটা একটু কম। আমাকে আন্তর্জাতিক ক্রিকেটে টিকে থাকতে হলে লেংথ ও লাইন ঠিক রাখতে হবে। এছাড়া আমার কাছে দ্বিতীয় কোনও উপায় নেই। আমি এটাই মাথার মধ্যে রেখে বোলিং করি।’


অবশ্য দিন শেষে মিরপুরের উইকেট নিয়েও তার মনে ছিল অসন্তুষ্টি, ‘যেরকম আশা করেছিলাম, ওরকম ছিল না। উইকেট এখনও ফ্ল্যাট আছে। আমার কাছে মনে হয় আমরা যেরকম আশা করেছিলাম উইকেট ওই রকম না। উইকেটটা আরও ফ্ল্যাট ও টার্ন পেতে আরও সময় লাগবে।’

ads

Our Facebook Page